Wellcome to National Portal
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

ক্রমিক নং

সেবা/অধিকারের বিষয়

সেবা প্রদানের পদ্ধতি ও শর্তাবলী

মেয়াদ কাল

আপিলকারী  কর্তৃপক্ষ

 

১।

হারানো আইডি কর্ড পূনরায় প্রদান

 হারানো আইডি কার্ডের নম্বর  সহ থানার জিডি কপি সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে জমা প্রদান

০২ মাস

জেলা নির্বাচন অফিসার

মাদারীপুর।

 

   

২।

নতুন ভোটার অন্তর্ভুক্তি

 

প্রত্যেক মাসে নতুন ভোটার অন্তর্ভুক্তি করা হয়।

সে সব কাগজপত্রাদি জমা দিতে হবে

ক. জন্ম নিবন্ধন সনদ

খ. এস, এস সি পাশের সনদ (যদি থাকে)

গ. নাগরিকত্ব সনদ

ঘ. পিতা-মাতা ও স্বামী/স্ত্রীর আইডি নম্বর

ঙ. ইউটিলিটি বিলের অনুলিপি

চ. অন্যন্য প্রয়োজনীয় কাগজপত্র সমূহ

০২ মাস

জেলা নির্বাচন অফিসার

মাদারীপুর।

 

৩।

ভোটার

 মাইগ্রেশন

স্থানান্তরিত স্থানের সমর্থনে যে কোন দলিল সংযুক্ত করতে হবে।

ক. ইউটিলিটি বিলের অনুলিপি

খ. বাড়ী ভাড়া রশিদ/চৌকিদারী রশিদ/পৌরকর রশিদ

গ. প্রথম শ্রেণীর কর্মকর্তা/ওয়ার্ড কমিশনার/ইউনিয়ন  

    পরিষদ সদস্য প্রদত্ত প্রত্যয়নপত্র।

২ মাস

জেলা নির্বাচন অফিসার

মাদারীপুর।

  

৪।

জাতীয় পরিচয়পত্র (এনআইডি কার্ড সংশোধন

 

সংশোধনের পক্ষে কাগজ পত্র সর্বৃবাহ করা (প্রযোজ্য ক্ষেত্রে)। যেমন-

ক. এস, এস সি পাশের সনদ (যদি থাকে)

খ. জন্ম সনদপত্র ও ০৮ শ্রেণী পাশের সনদ

গ. নিকাহ নামা/তালাকনামা

ঘ. পাসফোর্ট

ঙ. এফিডেভিট/জাতীয় পত্রিকায় বিজ্ঞাপন

চ. মাতা-পিতা/ভাই-বোন/স্বামী/স্ত্রীর আইডি নম্বর

ছ. ওয়ারিশ সনদ ও অন্যান্য প্রমানাদি

২মাস

জেলা নির্বাচন অফিসার

মাদারীপুর।

  

 ৫।

প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি

 

 

সে সব কাগজপত্রাদি জমা দিতে হবে

ক. জন্ম নিবন্ধন সনদ

খ. এস, এস সি পাশের সনদ (যদি থাকে)

গ. নাগরিকত্ব সনদ

ঘ. পিতা-মাতা ও স্বামী/স্ত্রীর আইডি নম্বর

ঙ.  পাসপোর্ট সত্যায়িত কপি

চ. অন্যন্য প্রয়োজনীয় কাগজপত্র সমূহ

২মাস

জেলা নির্বাচন অফিসার

মাদারীপুর।

   

৬।

ভোটাভ তালিকার সার্টিফাইড কপি প্রদান

২০ টাকার কোর্ট ফি সহ আবেদন করতে হবে এবং নির্ধারিত ফির  চালান  কপি ও সংযুক্ত করতে হবে।

০৩ দিন

জেলা নির্বাচন অফিসার

মাদারীপুর।

৭।

জাতীয় পরিচয়পত্র (এনআইডি কার্ড যাচাই

 

ভোটার/এনআইডি নম্বর আনতে হবে

তাৎক্ষনিক

জেলা নির্বাচন অফিসার

মাদারীপুর।